১৪ জুন, ২০২১ ০৪:৩৪

দ্বিতীয় বার ফরাসি ওপেন জিতে ইতিহাস গড়লেন জোকোভিচ

অনলাইন ডেস্ক

দ্বিতীয় বার ফরাসি ওপেন জিতে ইতিহাস গড়লেন জোকোভিচ

দু’সেট পিছিয়ে পড়েও গ্রিসের স্টেফানোস চিচিপাসকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। রবিবার ম্যাচের ফল জোকোভিচের পক্ষে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।

রবিবার রোলাঁ গারোয় পুরুষ এককের ফাইনালে শুরুটা অবশ্য সিৎসিপাস দারুণ করেন। প্রথম দুই সেট জিতে নেন। তবে এরপরই জোকোভিচের ঘুরে দাঁড়ানোর গল্প। 

প্রায় সোয়া চার ঘণ্টার লড়াইয়ে ৬-৭(৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জিতে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জেতেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।

এর আগে ফরাসি ওপেনে প্রথম শিরোপাটি জোকোভিচ জিতেছেন ২০১৬ সালে। ক্যারিয়ারে এটি তার ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়। সর্বোচ্চ মেজর জয়ের তালিকায় তার ওপরে কেবল রাফায়েল নাদাল ও রজার ফেদেরার, দুজনেই জিতেছেন ২০টি করে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর