২৫ জুন, ২০২১ ১৯:১২

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করল উয়েফা

অনলাইন ডেস্ক

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করল উয়েফা

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এবার ২০২১-২২ মৌসুম থেকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই নিয়ম চলবে বলে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের মতো ইউরোপীয় প্রতিযগিতার ক্ষেত্রে দুই দল দুই লেগে সমান সংখ্যক গোল করলে ম্যাচে দুই অর্ধে ১৫ মিনিট করে অতিরিক্ত সময়ে খেলা হবে। ম্যাচের ফল বের করতে প্রয়োজনে পেনাল্টি শুটআউটও নেওয়া হবে।

অ্যাওয়ে গোল বাতিলের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন। তিনি বলেন, ‘১৯৬৫ সাল থেকে উয়েফা প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম অন্তর্নিহিত অংশ। তবে গত কয়েক বছর ধরে উয়েফা বৈঠকে এটি বিলুপ্ত করার দাবি উঠেছে। সবাই একমত না হলেও অনেক কোচ, ভক্ত ও অন্য ফুটবল স্টেকহোল্ডাররা এর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।’

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর