জয় দিয়ে ফ্রেঞ্চ লিগের এবারের মৌসুম শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২১-২২ মৌসুমের প্রথম ম্যাচে দলটি ট্রয়েসের মুখোমুখি হয়। শেষ পর্যন্ত ট্রয়েসের ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি।
এদিন ২০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক ট্রয়েস। দলের হয়ে গোলটি করেন ওয়ালিদ এল হাজ্জাম। কর্নার থেকে আসা বল ছয় গজের মধ্য দাঁড়িয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান এই ফ্রেঞ্চ ফুটবলার।
ম্যাচের ১৯তম মিনিটেই পিএসজিকে সমতায় ফেরান দলটির নতুন তারকা আশ্রাফ হাকিমি। এর দুই মিনিট পরই পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। কিলিয়ান এমবাপ্পের পাসে দুর্দান্ত গোল করেন তিনি।
ম্যাচের একদম শেষের দিকে পিএসজির উপর চেপে বসে ট্রয়েস। ৯০তম মিনিটে আবারও পিএসজিকে রক্ষা করেন নাভাস। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ইকার্দির গোলটিই দুই দলের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ায়। পিএসজির হয়ে এ ম্যাচে ছিলেন না নেইমার, দি মারিয়া, সার্জিও রামোসের মতো ফুটবলাররা।
বিডি প্রতিদিন/আবু জাফর