বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এক গোলে এগিয়ে বসুন্ধরা কিংস। ম্যাচের ২১ মিনিটে রবসন রবিনহোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
সোমবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় শেখ জামাল।
লিগে ১৯ ম্যাচে ১ ড্র ও ১ হারে বসুন্ধরা ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্টে টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে শেখ জামাল।
আজকের ম্যাচ জয় পেলে লিগে আগমনের পর আবারও শিরোপা জয় নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের। ফলে টানা দ্বিতীয়বার ফুটবলে দেশসেরা খেতাব পাবে তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন