পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের বোলিংয়ে দিশেহারা অস্ট্রেলিয়া। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে অজিরা অলআউট হয়েছে মাত্র ৬২ রানে। এতে ১-৪ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের দল।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩.৪ ওভার মোকাবেলা করে ৬২ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
পুরো সিরিজের আলোচনায় ছিলেন টাইগার তারকা সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথম অর্জন এসেছে তার হাত ধরে। এবার বিশ্ব ক্রিকেটেই একটি জায়গায় তিনি হয়ে গেলেন প্রথম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করলেন বাংলাদেশের অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সাকিব নাম লেখান এই ইতিহাসে। ৯৮ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন তিনি। ম্যাথু ওয়েডকে বোল্ড করে এগিয়ে যান এক ধাপ। পরে অ্যাশটন টার্নারের উইকেট নিয়ে পূর্ণ হয় এই সংস্করণে তার ১০০ উইকেট। হাজার রান পেরিয়ে গেছেন তিনি বেশ আগেই।
সব মিলিয়ে এখনও পর্যন্ত টেস্টে এই ‘ডাবল’ অর্জন করেছেন ৭১ জন, ওয়ানডেতে ৬৫। দুই সংস্করণেই আলাদাভাবে করতে পেরেছেন ২৪ জন অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ