পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ৬০ রানের জয়ে ১-৪ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের দল।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩.৪ ওভার মোকাবেলা করে ৬২ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
এর আগে টানা তিন জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়। চতুর্থ ম্যাচে এসে হোঁচট। পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে জয় পেয়েছে টাইগাররা।
পঞ্চম টি-টোয়েন্টিতে এই হারে দুই লজ্জার রেকর্ড নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। প্রথমটি হলো-নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া।
দ্বিতীয়টি হলো-শুধু টি-টোয়েন্টিই নয়; যে কোনো ফরম্যাটে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আজ মাত্র ১৩.৪ ওভারে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে সবচেয়ে কম সময়ে আউটের রেকর্ডটি ছিল ১৪.৩ ওভারের।
মিরপুরে ১২৩ রানের তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ৫১ রানেই ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন আর সাইফউদ্দিনের পেসে ধরাশায়ী ম্যাথিউ ওয়েডের দল। মাত্র ১৩.৪ ওভারেই গুটিয়ে যাওয়ায় মুস্তাফিজের ডেথ ওভার ফেস করতে হয়নি অজিদের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন