পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ৬০ রানের জয়ে ১-৪ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের দল।
এর আগে এমন লজ্জায় কখনো পড়েনি ‘ক্রিকেট মোড়ল’ অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের অন্যতম নিয়ন্ত্রক অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে মাত্র চারজন ব্যাটসম্যান ছাড়া। বাংলাদেশও খেলেছে তাদের সেরা তিন ব্যাটসম্যানকে বাইরে রেখে। মিরপুরের স্লো উইকেটে অতিথিদের অবস্থা লেজে গোবরে। প্রথম তিন ম্যাচ হেরে আগেই তারা সিরিজ খুঁইয়েছে। চতুর্থ ম্যাচ কোনোরকমে জিতে এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। আর আজ শেষ ম্যাচে তারা এমনভাবে হারল; যা চরম লজ্জাজনক।
বাংলাদেশের ১২২ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ৬২ রানে। যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা!
এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে তারা ৭৯ রানে অলআউট হয়েছিল। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো প্রতিপক্ষেরও এটি সর্বনিম্ন স্কোর। ১২৩ রান তাড়ায় ১৩.৪ ওভারেই গুটিয়ে গেছে সফরকারীরা। এটাও একটা লজ্জার রেকর্ড। এর আগে কখনই এত কম ওভারে অজিরা অলআউট হয়নি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়টিও এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১২ সালে বেলফাস্টে টাইগাররা ৭১ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। এখন পর্যন্ত এটাই টি-টোয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় জয়। টি-টোয়েন্টিতে রানের দিক থেকে এটি অস্ট্রেলিয়ার পঞ্চম বড় পরাজয়। সবচেয়ে বড় হারটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে সাউথ্যাম্পটনে অস্ট্রেলিয়া হেরেছিল ১০০ রানে। আজকের ম্যাচে ৯ অজি ব্যাটসম্যান দুই অংক ছুঁতে পারেননি। এটাও তাদের জন্য লজ্জার এক রেকর্ড।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন