বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ৬০ রানের জয়ে ১-৪ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের দল।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩.৪ ওভার মোকাবেলা করে ৬২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এদিন বল হাতে জ্বলে উঠেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। ৩.৪ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। পাঁচ ম্যাচের সিরিজে এটাই সেরা বোলিং ফিগার।
ম্যাচসেরা ও সিরিজের সেরা খেলোয়াড় হয়ে বাংলাদেশের অলরাউন্ডার বললেন, ‘আমি এখনো খেলাটা উপভোগ করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
দলের সবাই পারফরম্যান্স করছে দেখে মুগ্ধ সাকিব, ‘সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজেই আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। হ্যাঁ, উইকেট কঠিন ছিল। কিন্তু আমরা স্নায়ুচাপ ধরে রেখে দলগত পারফর্ম করেছি।’
এই ম্যাচে প্রথম দুটি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেটের মালিক হন সাকিব। লাসিথ মালিঙ্গার পর তিনি এই মাইলফলক। তবে একশ উইকেটের সঙ্গে এক হাজার রান আর নেই কারো। এ বিষয়ে তার প্রতিক্রিয়া, ‘আমি জানি না আর কেউ করেছে কি না! মালিঙ্গার তো ১ হাজার রান নেই। হ্যাঁ, মাঝেমাঝে রেকর্ডে চোখ রাখি!’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ