প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেই লজ্জার রেকর্ড করেছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অজিদের ৬২ রানে অলআউট করে টাইগাররা। এটি তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে তারা ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬০ রানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ঐতিহাসিক জয়কে স্মরণীয় ও স্মৃতি হিসেবে গেঁথে রাখতে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের কাভার ফটোতে টাইগারদের উল্লাসের ছবি সংযুক্ত করেছে।
বিশ্বের কাছে বাংলাদেশের এমন অভানীয় জয় তুলের ধরার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন কাজ করেছে।
অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অজিরা। ৩ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই পড়েছে তাদের উইকেট। ৩ উইকেটে ৪৮ করার পর শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ১৪ রানে।
বিডি প্রতিদিন/কালাম