কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নিজের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় আছেন তিনি। চুক্তি অনুযায়ী এবারই তার শেষ মৌসুম। এ নিয়ে তুুমুল আলোচনার সৃষ্টি হয়। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন খেলাইফি। তার মতে, এমবাপ্পের ক্লাব ছাড়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, পিএসজি বর্তমানে মত্ত লিওনেল মেসিকে নিয়ে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড গতকালই ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন। মেসির আগমনে এমবাপ্পের তারকা খ্যাতি হারানোর সম্ভাবনা দেখছেন কিছু মানুষ। কিন্তু পিএসজি প্রেসিডেন্ট তেমনটা মনে করেন না।
বিডি-প্রতিদিন/শফিক