বসুন্ধরা কিংস চলতি বছরের ৯ মে এএফসি কাপের মূল পর্বে খেলতে মালদ্বীপে যাওয়ার জন্য তৈরি হয়েও যেতে পারেনি। অনিবার্য কারণে এএফসি কর্তৃক খেলা বন্ধ ঘোষণা করায় বিমানবন্দরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই সিদ্ধান্ত বদলাতে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।
এমতাবস্থায় বিমান টিকিট ও হোটেল বুকিং করায় অনেক টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল ক্লাবটি। অবশেষে ক্ষতিপূরণ হিসেবে এএফসি থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকা পাচ্ছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
কয়েক মাস আগে বসুন্ধরা কিংসের কাছে মালদ্বীপ সফরের জন্য খরচের বিষয় জানতে চেয়েছিল এএফসি। এরপর হোটেল ভাড়ার খরচসহ বিমান টিকিটের ভাউচার এএফসিকে দিয়েছিল ক্লাবটি। প্রায় তিন মাস পর অবশেষে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ক্ষতিপূরণ হিসেবে ৫৭ হাজার ১৫৭ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার টাকা) বুঝিয়ে দিচ্ছে এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
বিডি-প্রতিদিন/শফিক