ইংল্যান্ডের হয়ে মাত্র ১৬টি টেস্ট খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বিরাট কোহলি সম্পর্কে মন্তব্য করলেন নিক কম্পটন। তার মতে, কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ। লর্ডসে কোহলিদের কাছে ইংল্যান্ডের হারের পর এমনই মন্তব্য করলেন এই সাবেক ক্রিকেটার।
২০১২ সালে ভারতের বিরুদ্ধেই অভিষেক হয় কম্পটনের। তবে দীর্ঘস্থায়ী হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেন তিনি। ৪ বছরে মাত্র ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন কম্পটন।
টুইট করে কম্পটন লেখেন, ‘কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ মনে হয়। ২০১২ সালে আমি যে অপব্যবহার পেয়েছিলাম, তা ভুলব না। আর এই ঘটনা এটাই প্রমাণ করে রুট, টেন্ডুলকার ও উইলিয়ামসনরা কতটা মাটির মানুষ।’
কম্পটনের এই টুইটের পর নেটাগরিকরা পাল্টা প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের আচরণ নিয়ে। উঠে এসেছে জেমস অ্যান্ডারসনের খারাপ ব্যবহার। যশপ্রীত বুমরা ব্যাট করতে নামলে তার প্রতি ইংল্যান্ডের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
অনেক নেটাগরিক লেখেন, ‘কোহলিকে খারাপ কথা বলে প্রচারের আলোয় থাকতে চাইছেন কম্পটন।’ ১৬টি টেস্টে ৭৭৫ রান করা কম্পটনের মন্তব্য ঘিরে নেটমাধ্যমে ঝড় উঠেছে।
বিডি প্রতিদিন/এমআই