ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যখন খেলতে নামবে, তখন কোহলিরা বাবর আজমদের কড়া জবাব দেবে।
দ্বিতীয় গ্রুপের প্রথম ম্যাচেই ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই গ্রুপে এই দুই দল ছাড়াও নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দুটো যোগ্যতা অর্জনকারী দলও থাকবে।
গম্ভীর বলেন, 'আমার বিশ্বাস এই টুর্নামেন্টে পাকিস্তানকে যথেষ্ট চাপে ফেলবে ভারত। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫-০ জয়ের ব্যবধান রয়েছে। এটা নিয়ে তাই আলোচনা হওয়াই উচিত নয় যে ভারত বনাম পাকিস্তান ম্য়াচে কোন দল এগিয়ে থাকবে। এই ম্যাচে পাকিস্তানই যথেষ্ট চাপে থাকবে, কারণ তাদের উপরে অনেক প্রত্যাশা রয়েছে।'
তিনি বলেন, 'যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন বর্তমানে পাকিস্তানের থেকে অনেক ভালো ক্রিকেট খেলছে ভারত। টি-২০ ক্রিকেটে যে কোনও দল যে কাউকে হারাতে পারে। ফলে কাউকেই হালকাভাবে নিলে চলবে না। আফগানিস্তানের মতো দলও অনেক সময় চাপে ফেলে দিতে পারে। তেমনটাই পাকিস্তানের ক্ষেত্রেও বলা যেতে পারে। তবে চাপ যে পাকিস্তানের উপরেই থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।'
প্রসঙ্গত, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার ম্যাচ জিতেছিল ভারত। পাকিস্তানকে হারানোর পরই বিশ্ব ক্রিকেটে জন্মগ্রহণ করেছিলেন এক নতুন অধিনায়ক। তার নাম- মহেন্দ্র সিং ধোনি। সেই জয়ে গৌতম গম্ভীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
গম্ভীর আরও যোগ করেন, '২০০৭ সালে আমরা টি-২০ বিশ্বকাপে জয়লাভ করলেও, প্রথম ম্যাচে আমরা স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিলাম। এরপর আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। টুর্নামেন্টের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।'
তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশি কিছু চিন্তা করার দরকার নেই। কারণ তাদেরকে আমরা আগেও হারিয়েছি। তবে আমি এই ব্যাপারে খুশি যে এই দুইটি দেশ আবারও একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।'
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত