আন্তোয়ান গ্রিজম্যান চাইছেন বার্সেলোনার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের করতে। চলতি সপ্তাহে লা লিগায় কাতালানদের জার্সিতে শততম ম্যাচ খেলার পর এই অভিপ্রায় ব্যক্ত করলেন ফরাসি ফরোয়ার্ড।
এ ব্যাপারে বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে গ্রিজম্যান বলেছেন, ‘এই মাইলফলকে পৌঁছে আমি গর্বিত ও খুশি। আমি আশা করি আরও ১০০ ম্যাচ খেলতে পারব এবং এই ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে আমার সর্বোচ্চটুকু দিয়ে যাব। আমি মাঠে ও মাঠের বাইরে দলকে সহায়তা করতে চাই, আক্রমণে ও রক্ষণে। বার্সায় আমি উপভোগ করতে চাই।’
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয়ের দিনে প্রথম একাদশে ছিলেন গ্রিজম্যান। ওই ম্যাচে স্পর্শ করেন ১০০ ম্যাচের মাইলফলক। ন্যু ক্যাম্প ছাড়ার সাম্প্রতিক গুঞ্জনকে একপাশে সরিয়ে বার্সার সঙ্গে আরও ১০০ ম্যাচ খেলার প্রত্যয় জানালেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ