নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকেই দারুণ সময় কাটাচ্ছে ইংলিশরা। সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি অদম্য হয়ে উঠেছে তারা। যা বিশ্বকাপের আগে দলকে করে তুলেছে আত্মবিশ্বাসী। অধিনায়ক এউইন মরগ্যান বলছেন, ধারাবাহিকতাই তাদের বড় শক্তি।
আইসিসিকে ইংলিশ অধিনায়ক বললেন, ‘আমি মনে করি আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা, আমাদের গত দুই বছরের পারফরম্যান্স।’ তবে সতর্ক তিনি, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা খুব দ্রুত বদলে যায় এবং আমাদের গ্রুপে দারুণ সব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া কয়েকটি দল আছে। এজন্য আমাদের কাছে প্রত্যেক ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই বছরে আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে মাত্র একটি হেরেছে ইংল্যান্ড, ভারতের মাটিতে। আর একটি ড্র, বাকি ছয়টিতে জয়। এই ধারাবাহিকতা অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে অনেক দূর এগিয়ে নেবে বিশ্বাস মরগ্যানের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ