চুক্তি নিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে। অবশষে এর অবসান ঘটল। জাতীয় চুক্তিতে সই করেছেন ১৮ জন খেলোয়াড়। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক ঘোষণায় জানায়, চুক্তি করা ক্রিকেটারদের মধ্যে নেই অ্যাঞ্জেলো ম্যাথুজের নাম।
এসএলসি গত মে মাসে পাঁচ পয়েন্টের গ্রেডিং সিস্টেমের প্রস্তাব দেয়। চুক্তির জন্য ক্রিকেটারের সংখ্যা ৩২ থেকে কমিয়ে ২৪ জন করা হয়। কিন্তু চুক্তির প্রস্তাব নিয়ে স্বচ্ছতার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেন ক্রিকেটাররা। তবে সফর চুক্তির ভিত্তিতে তারা ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল।
চুক্তিতে সই করা খেলোয়াড়রা:
ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশানকা, লাহিরু থিরিমান্নে, দুষ্মন্ত চামিরা, দিনেশ চান্ডিমাল, লাকশান সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, ওশাডা ফার্নান্ডো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ