আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের স্থগিত হওয়া অংশ। সেখানে খেলতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ছুটির বিষয়ে ইতিবাচক বোর্ড।
রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, আইপিএলে মোস্তাফিজের খেলতে যাওয়ার সম্ভাবনাই বেশি। আইপিএল খেলতে যাওয়ার জন্য মোস্তাফিজ আমাদের কাছে একটি আবেদন করেছে। বিসিবি এ বিষয়ে ইতিবাচক। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১ সেপ্টেম্বর। শেষ ম্যাচটি হবে ১০ সেপ্টেম্বর। সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের পর অন্যরা যখন বিশ্রামে থাকবেন, তখন আরব আমিরাতে উড়াল দেবেন সাকিব-মোস্তাফিজ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ