ওভাল টেস্টে জো রুটদের সঙ্গে থাকবেন না ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার। হেডিংলেতে তৃতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের ক্যাপ্টেন রুট কিন্তু উইনিং টিম পাচ্ছেন না সিরিজের বাকি দুটি টেস্টে।
ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি দুটি টেস্টে নেই জস বাটলার। তার স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই বাটলারের এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই চতুর্থ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেখানে বাটলারের পরিবর্ত হিসেবে স্যাম বিলিংসকে নেওয়া হয়েছে।
বিরাটদের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে তিনি খেলবেন না জস বাটলার। বাটলার ও তার স্ত্রী লুইস দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। সেই কারণেই ইতিমধ্যেই বাটলার জানিয়ে দিয়েছিলেন আইপিএলের দ্বিতীয় পর্বে তিনি খেলবেন না। কারণ আইপিএল খেলতে গেলে তাকে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। সেখান থেকে মাঝপথে তিনি দেশেও ফিরতে পারবেন না। আর আইপিএল শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে টানা দুই মাস জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে তাকে। এই পরিস্থিতিতে আইপিএলের এবারের আসরের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার।
রুটদের শিবিরে জস বাটলারের পরিবর্তে স্যাম বিলিংসকে নেওয়া হয়েছে। দলে ফিরেছেন ক্রিস ওকস। দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেয়ে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মার্ক উড। সেই চোট সারিয়ে ফিট হচ্ছেন উড। হেডিংলেতে শেষ দিন তিনি বোলিং অনুশীলনও করেছেন। ফলে তাকেও স্কোয়াডে রেখেছেন ইংলিশ কোচ সিলভারউড। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজে কারা এগিয়ে যায় সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত