ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আইপিএল থেকে ছিটকে গেলেন। চোটের জন্য আইপিএলের দ্বিতীয় পর্বে খেলা হবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের এই ক্রিকেটারের। আজ সোমবার আরসিবি এক বিবৃতি দিয়ে এ খবর নিশ্চিত করেছে। যার ফলে ২১ বছরের অফস্পিনার ও ব্যাটসম্যানের সার্ভিস পাবে না বিরাট কোহলিরা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। কিন্তু ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়ে আঙুলে চোট পান ওয়াশিংটন। কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে পাওয়া চোট এখনও সেরে ওঠেনি তার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে ফিটনেস্ট টেস্টে উত্তীর্ণ না হওয়ায় তার এবারের মতো আইপিএল খেলা হচ্ছে না আর।
ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে বিহারের আকাশ দ্বীপকে দলে নিয়েছে আরসিবি। নেট বোলার ও পরিবর্ত ক্রিকেটার হিসেবে তার নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। ডান হাতি এই মিডিয়াম পেসার এই মুহূর্তে বাংলা দলের হয়ে দারুণ ক্রিকেট খেলছেন। ২৪ বছরের আকাশ দ্বীপের ২০১৯ সালে টি-২০ অভিষেক হয়। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তার ২১টি উইকেট রয়েছে। চলতি বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে আকাশ ৩৫ রানে ৪ উইকেট নেন। এটাই তার সেরা পরিসংখ্যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত