দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন, ‘আজ আমি আনুষ্ঠানিকভাবে এই খেলা থেকে অবসর নিচ্ছি যেটিকে সবচেয়ে ভালোবাসি। দীর্ঘ এ সফর ছিল অম্লমধুর, তবে সবকিছুর জন্য কৃতজ্ঞ।’
তিনি আরও লিখেছেন, ‘২০ বছরের এ যাত্রায় অনেক প্রশিক্ষণ নিতে হয়েছে, ম্যাচে খেলেছি, ভ্রমণ করেছি, হেরেছি, জিতেছি, ভ্রমণ ক্লান্তি সঙ্গী হয়েছিল, প্রচুর আনন্দ ধরা দিয়েছে, ভ্রাতৃত্বও উদযাপন করেছি। বলার মতো বহু স্মৃতি আছে। পরিবার থেকে সতীর্থ, সাংবাদিক থেকে ভক্ত সবাইকে ধন্যবাদ। আমাদের এ সফর অসাধারণ হয়েই থাকবে।’
২০১৯ সালেই টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের মার্চে। সর্বশেষ টি-টোয়েন্টি গত বছর ফেব্রুয়ারিতে। ২০২১ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেও পিএসএলে খেলেছিলেন স্টেইন।
বিডি প্রতিদিন/ফারজানা