আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার দিন পাকিস্তান জাতীয় দলের হেড কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস তাদের পদ থেকে সরে গেলেন।
এর আগে, স্কোয়াডে প্রত্যাশিত তারকাদের বেশিরভাগই জায়গা পেলেও বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন শোয়েব মালিক ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সোমবার দুপুরে এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি, এরপরই মিসবাহ ও ওয়াকারের পদত্যাগের ঘোষণা এলো।
তাদের পদে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাকলাইন মুস্তাক ও আব্দুল রাজ্জাককে।
পাকিস্তানের গণমাধ্যম বলছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে করোনা আক্রান্ত হয়েছিলেন মিসবাহ। পিসিবির পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে তিনি জানান, গেল ২৪ মাসে ব্যস্ত সূচি ছিল। আপাতত পরিবারকে সময় দিতে এমন সিদ্ধান্ত।
অন্যদিকে ইউনুস জানান, মিসবাহর কাছ থেকে এমন বার্তা পেয়ে নিজেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার বক্তব্য, ‘আমরা এক সঙ্গেই শুরু করেছিলাম। এক সঙ্গেই সরে দাঁড়াচ্ছি।’
বিডি-প্রতিদিন/শফিক