আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার এক সংবাদ সম্মেলনে পিসিবি দল ঘোষণা করে।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। এর এক মাস আগে নিউজিল্যান্ড ও পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুধু নিউজিল্যান্ড নয়, ঘরের মাঠে পাঁচ টি-টোয়েন্টিতে তারা আতিথেয়তা দেবে ইংল্যান্ডকেও।
পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, ফখহার জামান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ