ফ্রান্সের সাবেক ডিফেন্ডার জিন-পিয়েনে এডামস দীর্ঘ ৪০ বছর কোমায় কাটানোর পর পাড়ি জমালেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এডামসের সাবেক ক্লাব নিমেস।
এক টুইট বার্তায় নিমেস জানায়, আজ সকালে আমরা জিন-পিয়েনে এডামস এর মৃত্যু খবর পেয়েছি। তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯৭০ এর দশকে ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করা এডামসকে ১৯৮২ সালে হাঁটুর একটি নিয়মিত অস্ত্রোপাচারের জন্য নেয়া হলে, সেখানে এনেস্থসিয়ার ভুল প্রয়োগে কোমায় চলে যান তিনি।
১৯৪৮ সালে ডাকারে জন্ম নেয়া এডামস হচ্ছেন প্রথম পর্যায়ের আফ্রিকান খেলোয়াড়ের মধ্যে একজন যিনি ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। মধ্যমাঠে মারিয়াস ট্রেজরের সঙ্গে এডামসের জুটি দারুন খ্যাতি লাভ করেছিল।
বিডি-প্রতিদিন/শফিক