শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৯

আইসিসির কাঠগড়ায় ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস

অনলাইন ডেস্ক

আইসিসির কাঠগড়ায় ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস

মার্লন স্যামুয়েলস।

আইসিসির দুর্নীতি-দমন শাখা কাঠগড়ায় দাঁড় করালেন ওয়েস্ট ইন্ডিজকে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর মার্লন স্যামুয়েলসকে। সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলার সময় চার দফা কোড অফ কন্ডাক্ট না মানার জন্যই এই সিদ্ধান্ত।

বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আরব আমিরাতে টি-টেন লিগের সঙ্গে যুক্ত থাকার সময় বেশ কিছু নিয়ম ভাঙেন স্যামুয়েলস।

আইসিসি জানায়, সংযুক্ত আরব আমিরাতের বোর্ডের হয়ে ব্যবস্থা নিল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মার্লন স্যামুয়েলসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টি-টেন লিগে অংশ নিয়ে চারটি নিয়ম ভেঙেছেন স্যামুয়েলস।

আইসিসি জানিয়েছে, টি-টেন খেলার সময় উপহার নিয়েছেন তিনি, এমন কিছু সুবিধা নিয়েছেন যার কোনো রসিদ দেখাতে পারেননি। তদন্তে সাহায্য করেননি স্যামুয়েলস এবং ইচ্ছাকৃতভাবে তদন্তে দেরি করিয়েছেন।

২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের মধ্যে উত্তর দিতে হবে স্যমুয়েলসকে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার ওপর আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর