১৭ অক্টোবর, ২০২১ ০০:৩৪

নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতল ভারত

অনলাইন ডেস্ক

নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতল ভারত

নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব আবারও নিজেদের ঘরে তুলল ভারত। শনিবার রাতে ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ৮ম বারের মত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত।

শেষবার সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এবার নেপালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলেন সুনিল ছেত্রিরা। এদিকে আন্তর্জাতিক ফুটবলে গোলের রেকর্ডে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন ভারতের তারকা খেলোয়াড় সুনিল ছেত্রি।

এদিনে খেলার দ্বিতীয়ার্ধে গোল করেন ছেত্রি। প্রীতম কোটালের বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি। এটি ভারতের জার্সিতে তার ৮০তম গোল। আর্জেন্টিনার জার্সিতে সমান গোল আছে মেসির ঝুলিতেও।  

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই উইঙ্গারের গোলসংখ্যা ১১৫টি। দুইয়ে আছেন ইরানি কিংবদন্তি আই দাইয়ি (১০৯ গোল)। তিনে থাকা মালয়েশিয়ার মুক্তার দাহারির নামের পাশে আছে ৮৯ গোল।

ছেত্রির গোলের পর খেলার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ভারত। ৫০তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন সুরেশ। এরপর ৯০তম মিনিটে নেপালি ডিফেন্ডারদের পরাস্ত করে ভারতের তৃতীয় গোল এনে দেন আব্দুল সাহাল সামাদ। সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের উৎসবে মাতে ভারতীয় দল।  

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর