৬ ডিসেম্বর, ২০২১ ১৪:২২

বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

বৃষ্টির কারণে সোমবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এদিন মাঠে কোনো বলই গড়ায়নি।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি সোমবারও অব্যাহত আছে। 

এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। গতকাল দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা।

কয়েক দফার বৃষ্টিতে শেষপর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০ মিনিটে। তবে খেলা বেশিক্ষণ এগোয়নি। মাত্র ৬ ওভার ২ বল হওয়ার পর বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা। মেঘলা আবহাওয়ার সুবিধা তুলতে পারেনি বাংলাদেশি পেসাররা। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আজহার আলী।

প্রথম দিনের পর দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে আরও ২৭ রান যোগ করে পাকিস্তান। তবে তৃতীয় দিনে বল মাঠে না গড়ানোয় পাকিস্তানের দলীয় রান ২ উইকেটের বিনিময়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর