৮ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৭

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

দ্রুততম অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। মিরপুর টেস্টে বুধবার পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড করেন তিনি। ৫৬তম ওভারে সাজিদ খানকে চার মেরে টেস্ট ৪ হাজার রানের মাইলফলক টপকে যান সাকিব।

টেস্টে ন্যূনতম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো খেলোয়াড়েরা আগেই নাম লিখিয়েছেন এই অলরাউন্ড ক্লাবে। সাকিব তাদের মধ্যে দ্রুততম।

ক্যারিয়ারের ৫৯তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেলেন তিনি। ৬৯তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেয়েছিলেন বোথাম। সোবার্সের লেগেছে ৮০ ম্যাচ, ৯৭ ম্যাচ লেগেছে কপিল দেবের, ১০১ ম্যাচ ভেট্টোরির এবং ১০২ ম্যাচে এসে এই মাইলফলকের দেখা পেয়েছেন ক্যালিস। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর