ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ২ কোটি রুপিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
দিল্লি কেবল ভিত্তিমূল্যে মুস্তাফিজকে কেনার আগ্রহ প্রকাশ করে। আর কোনো ফ্রাঞ্চাইজিই আগ্রহ প্রকাশ করলো না। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই বিক্রি হলেন মুস্তাফিজ।
শনিবার সন্ধ্যায় পেসারদের ব্যাচে নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি।
গত আসরে রাজস্থান রয়্যালসে খেলেন মুস্তাফিজ। তিনি ১৪ ম্যাচে তুলে নেন ১৪ উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন