প্রায় তিন বছর আগে ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাডিং’ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার সেই বাটলারের সঙ্গেই আইপিএলে খেলতে চলেছেন ভারতীয় এই তারকা স্পিনার। যা নিয়ে টুইটারে মিমের বন্যা বয়ে গেছে।
শনিবার নিলামে অশ্বিনকে পাঁচ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। যে ফ্র্যাঞ্চাইজি আবার ইংল্যান্ড তারকা বাটলারকে রিটেন করেছে। এতে এই প্রথমবার আইপিএলে একই দলের হয়ে খেলতে চলেছেন অশ্বিন এবং বাটলার। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক মিম।
২০১৯ সালের সেই ‘মানকাডিং’ ঘটনার ছবিও ভাইরাল হয়ে গেছে। এমনকী মজা করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও। তিনি বলেন, ‘এবার নেটে বাটলারকে মানকাডিং করবেন অশ্বিন।’
২০১৯ সালের আইপিএলে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস)। জয়পুরে দুর্দান্ত শুরু করেছিল রাজস্থান। ১২.৫ ওভারে রাজস্থানের স্কোর ছিল দু'উইকেটে ১০৮ রান। ১৩তম ওভারের শেষ বল করার সময় বাটলারকে ‘মানকাডিং’ করেছিলেন অশ্বিন। সেই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। ক্রিকেট মহলের একাংশের তোপের মুখে পড়েছিলেন অশ্বিন। অনেকে আবার অশ্বিনের পাশে দাঁড়িয়েছিলেন।
যদিও পরবর্তীতে বাটলার দাবি করেছিলেন, অশ্বিন যখন বল ছাড়ার কথা ছিল, তখন ক্রিজের মধ্যেই ছিলেন তিনি। বাটলারের কথায়, 'আপনি যদি ফুটেজ দেখেন, তাহলে দেখবেন যে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন ওর (অশ্বিনের) বল ছাড়ার কথা ছিল, তখন আমি ক্রিজে ছিলাম।' বাটলারের মতো অশ্বিনও নিজের সিদ্ধান্ত অটল ছিলেন। তিনি জানান, কোনো ব্যাটার যদি বল করার আগে ক্রিজের বাইরে চলে যান, সেক্ষেত্রে কারও ‘মানকাডিং’ করতে কোনও বাধা নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন