তামিলনাডুর ক্রিকেটার শাহরুখ খানকে এবারও দলে ভেড়ালো প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। এবার ভিত্তিমূল্য ৪০ লক্ষ রুপির এই ক্রিকেটারকে ৯ কোটি রুপিতে কেনা হয়েছে। জানা গেছে, ২৬ বছর বয়সী ক্রিকেটার শাহরুখ খানের জন্ম চেন্নাইয়ে।
বলিউডের কিং খান শাহরুখ খানের সাথে তার নামের মিল থাকলেও, আগাগোড়া তিনি একজন ক্রিকেটার। ডান হাতে ব্যাট করেন। চমৎকার অফ স্পিনে ব্রেক থ্রু আনতেও বেশ পটু এ ক্রিকেটার। ২০২১ সালের আইপিএল আসরে ব্যাট হাতে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের আসরেও পাঞ্জাবে খেলেছেন শাহরুখ। প্রীতি জিনতার দলে যোগ দেয়ায় বলিউড অভিনেতা শাহরুখকে জড়িয়ে টুইটারে সেটি নিয়ে বেশ হাস্যরস করেছিলেন অনেকেই। সেবার তার দাম উঠেছিলো ৫.২৫ কোটি রুপি। যা দেখে অবশ্য বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই।
বিডি-প্রতিদিন/শফিক