ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে আজ রবিবার রাত পর্যন্ত। আইপিএল ২০২২ মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাদের দলকে ঢেলে সাজানোর স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল।
নিলামের প্রথমদিনে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্টের মতো সব বড় তারকাকে কিনেছে সঞ্জু স্যামসনের দল। ব্যাটিং লাইনআপ শক্তিশালী করার জন্য শিমরন হেটমায়ার ও দেবদত্ত পাডিক্কলকেও যোগ করেছে তারা। পাশাপাশি হলো রিয়ান পরাগের প্রত্যাবর্তন। ৬২ কোটি টাকা নিয়ে নিলাম টেবলে বসেছিল রাজস্থান। বিভিন্ন দিক বিবেচনা করে এক এক প্লেয়ারকে নির্বাচন করেছে রাজস্থানের থিঙ্ক ট্যাঙ্ক।
এবারের রিটেনশনে কাদের ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস-
সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জাসওয়াল (৪ কোটি)
প্রথম দিনের আইপিএল নিলামে কাদের কিনল রাজস্থান রয়্যালস-
রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), ট্রেন্ট বোল্ট (৮ কোটি), শিমরন হেটমায়ার (৮ কোটি ৫ লাখ), দেবদত্ত পাডিক্কল (৭ কোটি ৭৫ লাখ), প্রসিধ কৃষ্ণ (১০ কোটি), যুজবেন্দ্র চাহাল (৬ কোটি ৫ লাখ), রিয়ান পরাগ (৩ কোটি ৮ লাখ), কেসি চারিপ্পা (৩০ লাখ)।
দ্বিতীয় দিনের জন্য রাজস্থানের ঝুলিতে রইলো ১২ কোটি ১৫ লাখ টাকা। প্রথম দিন মোট আটজন খেলোয়াড়ের পিছনে টাকা খরচ করলেও, যথেষ্ট ভালো দল গড়ে ফেলেছেন কুমার সঙ্গাকারারা। আরসিবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেবদত্ত পাড়িক্কালকে কিনে নিয়েছে রাজস্থান। ওপেনিংয়ে পাড়িক্কাল দুরন্ত পারফর্ম করেছিলেন আরসিবির জার্সিতে।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। সেই কৃষ্ণা গত মৌসুমে কেকেআরের হয়ে খেলেছিলেন। ১ কোটি বেস প্রাইস থাকলেও এবার তাকে ১০ কোটি টাকায় কিনল রাজস্থান। অশ্বিন, চাহাল, বোল্ট, রিয়ান দলে আসায় বোলিং বিভাগ বেশ মজবুত হল রাজস্থান রয়্যালস দলের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ