ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাড়ে ১১ কোটি রুপিতে বিক্রি হলেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। ডানহাতি ওপেনিং ব্যাটার মাঝে মাঝে স্পিন বোলিংও করেন। আইপিএলের দ্বিতীয় দিনের নিলামে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস।
গতকাল শনিবার ব্যাঙ্গালুরুতে শুরু হয় আইপিএলের নিলাম। আজ রবিবার দ্বিতীয় দিনের নিলামে মার্কো জ্যানসেনকে ৪.২০ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানেকে ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ৬ কোটি রুপিতে ওডিয়ান স্মিথকে কিনেছে পাঞ্জাব কিংস।
ভারতের মান্দীপ সিংকে ১.১ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামকে ২.৬ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা