চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তামিম ইকবাল এবং লিটন দাস দুজনেই সাবলীল খেলছিলেন। তবে বেশিদূর লম্বা হয়নি অধিনায়কের ইনিংস। তামিমকে হারানোর পর জুটি গড়তে থাকেন সাকিব-লিটন। দুজনের জুটিতে বড় কিছুর আশা দেখলেও নিজের ইনিংস বড় করতে পারেননি সাকিব। রশিদ খানের ফাঁদে এলবির শিকার হয়ে সাজঘরে ফেরেন দেশসেরা এই অলরাউন্ডার।
এর আগে, প্রথম ম্যাচের মত এই ম্যাচেও ফারুকির বলে সপ্তম ওভারে তার দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে ফেরেন তামিম। রিভিউ নেন তামিম, কিন্তু তার পক্ষে যায়নি। ২ চারে ২৪ বলে ১২ রান করেন এই ওপেনার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১০২ রান।
বিডি-প্রতিদিন/শফিক