ইনিংস উদ্বোধন করতে নেমে দুর্দান্ত শতক হাঁকালেন লিটন দাস। ডানহাতি এই ওপেনারের এটি ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরি।
ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ও আফগানদের বিপক্ষে প্রথম সেঞ্চুরি তুলে নিতে লিটন খেলেছেন ১০৭ বল। বাউন্ডারি হাঁকিয়েছেন ১৪টি।
অন্য প্রান্তে ফিফটি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারের দিকে ছুটছেন মুশফিকও। এই দুজনের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬ রান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন