আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ফলে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ জয়ী হয় ৮৮ রানে।
ম্যাচ শেষে তাই ব্যাটসম্যান-বোলার সবার প্রশংসা করেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে তিনি বলেন, মুশফিক ও লিটন যে পার্টনারশিপ গড়েছিল তা অসাধারণ। যদিও ব্যাটিংয়ে শেষ দিক দিয়ে আমরা ভালো করিনি কিন্তু বোলাররা তাদের কাজটি ঠিকমতো করেছে।
‘বোলাররা অসাধারণ ছিল। জয় ও পয়েন্ট (সুপার লিগ) পাওয়া দুটিই গুরুত্বপূর্ণ। যখন আপনি ভালো খেলেন তখন এটির সর্বোচ্চটাই করেন ও যত পয়েন্ট সম্ভব ততটাই তুলে নেন’,- বলেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ