বিগ ব্যাশ লিগের পরের মৌসুম পর্যন্ত সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি ছিল উসমান খাজার। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। ৩৫ বছর বয়সী ক্রিকেটার পরের মৌসুমে মাঠে না নেমে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
খাজা বলেছেন, ক্লাবটির সঙ্গে চুক্তি থেকে অব্যাহতি নেওয়া ছিল তার ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্ত। আগামী এপ্রিলে তার স্ত্রী রাসেল দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
শুক্রবার এক বিবৃতি দিয়ে খাজা বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলাম। কারণ সিডনি থান্ডার আমার কাছে অনেক কিছু। যাই হোক, এটা পরিবারের জন্য।’
তিনি আরও বলেন, ‘আমি যখন চলে যাচ্ছি, যারা আমাকে চেনে তারা বোঝে আমার হৃদয়ের বড় অংশ সবসময় থান্ডারের সঙ্গে থাকবে। আমি চাই না তারা মনে করুক আমি সম্পর্ক ছিন্ন করেছি কারণ এই ক্লাবের প্রতি সবসময় আমি অন্যরকম টানা, খেলোয়াড় এবং পুরো প্রতিষ্ঠানের প্রতি।’
উল্লেখ্য, সিডনির এই ক্লাবের সঙ্গে শুরু থেকে আছেন খাজা। প্রায় ১৩০ স্ট্রাইক রেটে ১৮১৮ রান নিয়ে ফ্র্যাঞ্চাইজির শীর্ষ রান সংগ্রাহক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ