এই বয়সে আন্দ্রে ইনিয়েস্তা জাপানের লিগে খেলছেন। এই বয়সে ওয়েন রুনি কোচিংয়ে শিফট করেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও ইউরোপের সেরা লিগের অন্যতম সেরা দলে খেলছেন। এটা ঠিক, সেরা ফর্মের ধারেকাছেও নেই, তবু এখনও প্রতিপক্ষ ডিফেন্ডারা রোনালদোকে সামলাতে চাপে পড়েন। এবার অবসর নিয়ে মুখ খুললেন ফুটবল জগতের অন্যতম সেরা এই তারকা।
সম্প্রতি প্রাক্তন তারকা ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক লেবেউফ বলেছিলেন, রোনাল্ডোর এবার অবসর নেওয়া উচিত। তাঁর মতে, সর্বকালের অন্যতম সেরা হিসেবে পর্তুগিজ মহাতারকার যে রেপুটেশন, তা বর্তমানে নষ্ট হচ্ছে। এর চেয়ে অবসর নিয়ে নেওয়া উচিত। কিন্তু রোনালদো বলছেন, আরও চার পাঁচ বছর ফুটবল চালিয়ে যেতে পারেন তিনি।
তাঁর কথায়, 'আমি আরও খেলতে চাই না, এটা বলা খুব কঠিন। কারণ, যদি আমি এমন একটা ক্লাবে থাকি যা আমাকে অনেক কিছু জেতার সুযোগ করে দেয়, তবে কেন নয়? আমি জানি, আমার আর বেশি বছর বাকি নেই। হতে পারে চার কি পাঁচ, দেখা যাবে। আমি আরও অনেক কিছু জিততে চাই।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ