ব্রাজিল দলের কোচের দায়িত্বে আর খুব বেশি সময় থাকছেন না তিনি- নিজেই এমন ইঙ্গিত দিলেন তিতে।
২০১৬ সালে কোপায় ব্রাজিল ব্যর্থ হওয়ার পর দায়িত্ব উঠে তার কাঁধে। তিতের অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। পরের বছর তিতের কোচিংয়ে কোপা আমেরিকা জেতে তারা। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি।
সাম্প্রতিক সময়ে কিছুটা সমালোচিত তিতে কি আগামী বিশ্বকাপের পরও দায়িত্বে থাকবেন? এমন প্রশ্ন অনেকেরই। ব্রাজিল কোচ ইঙ্গিত দিয়েছেন তেমন কিছুর। ব্রাজিলের টেলিভেশন চ্যানেল স্পোর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘আমি ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্তই দায়িত্বে থাকছি।’
তার পর আর চুক্তির মেয়াদ তিনি বাড়াতে চান না বলেই জানিয়েছেন। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলকে। সমর্থকরা আশায় বুক বাধছেন, ষষ্ঠ বিশ্বকাপ জিতবেন তারা। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বেও দুর্দান্ত ফর্মে আছেন সেলেকাওরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ