দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স দলের অনুশীলন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে টেস্ট অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে অনুশীলন করেন ২৩ সদস্যের ক্রিকেটাররা। অনুশীলন চলবে ৭ মার্চ পর্যন্ত। এরপর বগুড়া থেকে ঢাকায় ফিরে ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা চলে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
জাতীয় দলের ছায়া দল ‘বাংলাদেশ টাইগার্স’ নামে ২৩ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন বগুড়ার এই কন্ডিশনিং ক্যাম্পে। এই দলে মূলত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও টেস্ট খেলোয়াড়রা রয়েছেন।
অনুশীলন উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে স্কিল ক্যাম্পের বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে সম্ভাব্য টেস্ট দলের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ১১ মার্চ জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। এই সফরে ভালো কিছু করার প্রত্যায় নিয়ে বগুড়ায় এই অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।’
২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স দলে আছেন মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।