ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ এর জেরে এবার পোল্যান্ড জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লেঅফ খেলতে চায় না। আগামী ২৪ মার্চ মস্কোতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জারি কুলেশজ এ ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘এখন আর কথা বলার সময় নেই। এখন কাজের মধ্য দিয়ে অবস্থান প্রকাশের সময় চলে এসেছে।’ তিনি আরও বলেছেন, চেক ও সুইডিশ ফুটবলের সঙ্গে পোল্যান্ড আলোচনা করেছে। ফিফার পরিচালনা পর্ষদে একই অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। তিনি টুইটারে লিখেছেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত। রাশিয়ার জাতীয় দলের সঙ্গে খেলার কথা চিন্তাই করতে পারছি না। তবে এমন সিদ্ধান্তের জন্য রাশিয়ার ফুটবলার ও ভক্তরা দায়ী নন। কিন্তু আমাদের অবশ্যই এমন ভাব নেওয়া উচিত নয়; যেন কিছুই ঘটেনি।
বিডি প্রতিদিন/ফারজানা