সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের ১৫৬ রানের লক্ষ্য দিল টাইগাররা। লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে ভর করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির শিকার হয়ে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। আরেক ওপেনার মুনিম শাহরিয়ার রাশিদ খানের শিকার হয়েছেন। ১৮ বলে ১৭ রান করে ফিরেছেন সাজঘরে। অলরাউন্ডার সাকিব আল হাসান ৬ বলে করেছেন পাঁচ রান।
তবে অন্যপ্রান্তে সেট হয়ে দারুণ খেলছিলেন লিটন। মাহমুদউল্লাহকে নিয়ে ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে টাইগার অধিনায়ক ৭ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে একমাত্র লিটন দাসই বলার মতো রান তুলতে পেরেছেন। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। আর আফিফ হোসাইন করেছেন ২৪ বলে ২৫ রান।
বল হাতে আফগানিস্তানের ফারুকি ও ওমরাজাই ২টি করে উইকেট পেয়েছেন। আর রশিদ ও কায়েস ১টি করে উইকেট নেন।
বিডি প্রতিদিন/এমআই