ওয়ানডে সিরিজের পর টি-২০তেও দাপট দেখাচ্ছেন লিটন দাস। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৪ বলে খেলেছেন ৬০ রানের ইনিংস। দুই ছক্কার সঙ্গে চারটি চারের মার। তার ক্যারিশম্যাটিক ব্যাটিং এবং নাসুম আহমেদের ঘূর্ণিতে ৬১ রানের বড় জয় পেয়েছেন টাইগাররা।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। ১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ ২৭ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠেও ঝড়লো লিটন নিয়ে মুগ্ধতার কথা। রিয়াদ বলেন, ‘লিটন অসাধারণ ব্যাটিং করেছে। একবার সে ছন্দ পেয়ে গেলে তার ব্যাটিং দেখা চোখের শান্তি। আফগানিস্তানের মতো ভালো টি-টোয়েন্টি দলের বিপক্ষে জিততে পেরে ভালো লাগছে। তবে একটি জয়ের পর ফুরফুরে থাকার সুযোগ নেই। পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ