ইংল্যান্ডের বিপক্ষেই ফর্ম ফিরে পেতে চান পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপে এবার সুবিধাই করতে পারেননি বাবর। সুর-তাল-লয় কোনোটাই তার ঠিক ছিল না।
এশিয়া কাপে ৬ ম্যাচে ৬৮ রান করেছিলেন এই ২৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার।
বর্তমানে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আছে ইংলিশরা। আগামীকাল করাচিতে রাত সাড়ে আটটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবরের দল।
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর জানালেন, ‘আমি আশা করছি এই সিরিজেই সেরা ফর্মে ফিরবো। আর বিশ্বকাপের আগে এমনটা ঘটলে বেশ ভালোই হবে।’
১১৫৫ দিন টি-টোয়েন্টি র্যাংকিংয়ে রাজত্ব করার পর গত সপ্তাহে রিজওয়ানের কাছে শীর্ষ স্থান খোয়ান বাবর। তিনি বলেন, ‘যখন রান খরা যায় তখন আমি ব্যর্থতা নিয়ে খুব একটা ভাবি না। একজন ব্যাটার হিসেবে আমি ছন্দ ফিরে পাওয়ার দিকে বেশি মনোযোগী এবং বিশ্বকাপের আগে এমনটা ঘটলে, তা হবে দারুণ।’
বিডি প্রতিদিন/নাজমুল