ইএসপিএন এক রিপোর্টে জানিয়েছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ফুটবল দলের টিম ফটো ও স্পন্সর কার্যক্রমে থাকবেন না। কারণ এমবাপ্পে ফাস্টফুড ও জুয়া কোম্পানিকে প্রমোট করতে চাইছেন না। যদিও ফ্রান্স জাতীয় দলের চুক্তিতে এই বিষয়গুলো উল্লেখ আছে।
ইএসপিএনের প্রতিবেদনে এমবাপ্পে বলেন, ‘ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন ‘ইমেজ রাইটস’ চুক্তি বদলাতে অস্বীকৃতি জানানোয় আমি ফটোশুটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এই ঘটনায় ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইট পোস্টে জানিয়েছে, তারা ফুটবলারদের ইমেজ রাইটস পুনর্বিবেচনা করে দেখবে।
এ বিষয়ে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ফুটবল দলের কোচ ও মার্কেটিং ম্যানেজারের সাথে আলোচনা করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ শিগগিরই নির্বাচিত ফুটবলারদের সাথে ইমেজ রাইটের বিষয়টি ফ্রান্স ফুটবল ফেডারেশন পুনর্বিবেচনা করবে।’
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল