টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর থেকে নাজমুল হোসেন শান্তকে নিয়ে চলছে সমালোচনা। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নির্বাচকদের এমন সিদ্ধান্তে সমালোচনা হচ্ছে সর্বত্র। সব সমালোচনাকে পাশ কাটিয়ে অনুশীলন শুরু করেছেন শান্ত। কিন্তু অনুশীলনেও ঠিকঠাক হচ্ছে না তার ব্যাটিং।
বল ব্যাটে লাগাতে না পেরে মেজাজ হারিয়ে ভেঙেছেন স্টাম্প। পরে শান্ত মাঠ ছেড়েছেন আঘাত পেয়ে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন শুরু করেন শান্ত। তবে নেট বোলার বা থ্রোয়ার কাউকেই ভালোভাবে খেলতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্ট্যাম্প ভাঙেন শান্ত।
শেষ পর্যন্ত হালকা চোট নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় শান্তকে। আধা ঘন্টা ব্যাটিং অনুশীলন করেন তিনি।
বিসিবির চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, চোট গুরুতর কিছু না। বরফ দিয়ে ব্যথা কমানো হয়েছে শান্তর।
দুই ম্যাচের সিরিজ ও এক সপ্তাহের প্রস্তুতির জন্য ২২ সেপ্টেম্বর সংযুক্তর আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে নিজ উদ্যোগে মিরপুরে অনুশীলন সারছেন শান্ত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিনরা। এর অংশ হিসেবেই ব্যক্তিগত অনুশীলন করছিলেন শান্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন