রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৫০ মিনিটে অবতরণ করবে বাংলাদেশের ইতিহাস গড়া মেয়েরা। সব আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বাইরে বের হতে লেগে যাছে আরও কিছুক্ষণ সময়।
বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর তাদের জন্য রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে ও আশপাশের জায়গায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা।
বিমানবন্দরে সংবর্ধনা পর্ব শেষ করে ছাদখোলা বাসে মতিঝিলস্থ বাফুফে ভবনের উদ্দেশে রওনা করবেন ফুটবলাররা। তাদের আগে পিছে থাকবে মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরও কতো উৎসুক মানুষ। বাসের ছাদে দাঁড়িয়ে তারা দেখতে পাবেন রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে চ্যাম্পিয়নদের।
এদিকে, এরই মধ্যে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। সংবাদমাধ্যমের সরব উপস্থিতি ছাড়াও বিমানবন্দরে ঢোকার মুখে দেখা যাচ্ছে উল্লসিত জনতার জমায়েত। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ