নেপালের মাটিতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছেন সাবিনা খাতুনরা। বিজয়ী মেয়েরা ট্রফি হাতে দেশে ফিরেছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবিনা খাতুনরা।
তাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা। যেখানে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক শিক্ষার্থী।
সাফ চ্যাম্পিয়ন নারী দলকে অভিনন্দন জানানো ব্যানারে বিকেএসপির অন্তত ৩০-৩৫ জন শিক্ষার্থী দুপুর ১২টা থেকেই অপেক্ষায় রয়েছেন বিমানবন্দর এলাকায়। তাদের প্রায় সবার হাতেই রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আনন্দ-উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দেশের খেলাধুলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবদান অনেক। প্রায় সব খেলায় থাকে বিকেএসপি থেকে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহণ। ব্যতিক্রম নয় নারী ফুটবলেও। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলেও রয়েছে বিকেএসপির পাঁচ শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ