এশিয়া কাপে ব্যাট হাতে পাকিস্তানের কাপ্তান বাবর আজম ছিলেন নিজের ছায়া হয়ে। তার মতো অবস্থাই ছিল মিডল অর্ডারের ব্যাটারদের। টপে রিজওয়ান ছাড়া ধারাবাহিক ছিলেন না কোনো ব্যাটার। ফলে শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানকে।
এবার ঘরের মাঠেও নাকাল বাবর আজমের ব্যাটাররা। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে পাকিস্তান। এতে ৪৬ বলে ৬৮ করেন রিজওয়ান আর ২৪ বলে ৩১ করেন বাবর।
এরপর ইফতেখার আহমেদের ২৮ রান ছাড়া আর কোনো ব্যাটারই ১৫ রানের ঘর ছাড়াতে পারেননি। তাই বাবর দ্বিতীয় ম্যাচের আগে বললেন, ব্যাটারদের এগিয়ে আসতে হবে।
বাবর বলেন, ‘আমার প্রথম পাওয়ার প্লেতে দারুণ খেলেছি। দশ ওভার পর মোমেন্টামটা ঘুরে যায়, যেখানে আপনি ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে পারেন। আমরা বড় পার্টনারশিপ গড়তে পারেনি।’
বিডি প্রতিদিন/নাজমুল