কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছেন জামাল ভূঁইয়ারা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। গোলটি করেছেন রাকিব হোসেন। আক্রমন-প্রতিআক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। দুই দলই লড়াই করছে সমান তালে। ম্যাচে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রথম সুযোগটি তৈরি করে ত্রয়োদশ মিনিটে।
বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ভূঁইয়া পা ছোয়ালে তা পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৩তম মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায়। মতিন মিয়ার পাস থেকে ডান পায়ের গ্রাউন্ডেড শর্টে দলকে এগিয়ে নেন রাকিব।
প্রথমার্ধ শেষে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে এখনো জয়ে দেখা মেলেনি কোচ হ্যাভিয়ের কাবরেরার। প্রথমার্ধ শেষে হয়তো প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন এই কোচও।
বিডি প্রতিদিন/আরাফাত