থাইল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বের ফাইনাল নিশ্চিতের মধ্য দিয়েই ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই জয়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির চাওয়া বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়া।
জ্যোতি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’
বাংলার কাপ্তান আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’
জ্যোতির চোখ এবার চ্যাম্পিয়নশিপের দিকে। জ্যোতি ফাইনালে সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান।
বিডি প্রতিদিন/নাজমুল